শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সম্মেলন – ২০১৫

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো সদস্য জননেতা মাহ্‌্‌মুদুল হাসান মানিক বলেছেন, হরতাল, অবরোধ পেট্রোলবোমা উপেক্ষা করে বাংলাদেশের মানুষ একতার বলে এগিয়ে যাচ্ছে৷ আমি বা আমার নয়, আমরা এবং আমাদের হলে আমাদের সাথে কেউ পারবে না৷ একতা থাকার লাভ বাংলাদেশের মানুষ জানে৷ পেট্রোল বোমা, হরতাল, অবরোধ করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে৷ এই সব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে শ্রমিক সংগঠনগুলোকে স্বোচ্ছা ও ঐক্যবদ্ধ হতে হবে৷

গতকাল রোববার “জাতীয় উন্নয়নে শিল্প স্বার্থে, শ্রমিক স্বার্থ রক্ষা কর, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ জীবন মানের উন্নয়ন কর”- এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা আয়োজিত নাট্য সমিতি মিলনায়তনে জেলা সম্মেলন- ২০১৫ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন৷ জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি জননেতা রবিউল আউয়াল খোকা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রানে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা সভাপতি জননেতা আব্দুল হক, সাধারণ সম্পাদক হবিবর রহমান, শ্রমিক নেতা আবুল হোসেন ও জাতীয় ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল আগাওয়াল৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন রেইনবো সুপার মার্কেটের সভাপতি পরজান আলী, ছাত্র মৈত্রীর নেতা আরাফাত রহমান, ফুলবাড়ী শাখা শ্রমিক নেতা মোসাদ্দেক হোসেন, দর্জি ইউনিয়নের নেতা ইকবাল, ফুলবাড়ী খনি আন্দোলনের নেতা মোশারফ হোসেন বাবু, পার্টি সদস্য সফিকুল ইসলাম সিকদার৷ সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমরেড রফিকুল ইসলাম৷