বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর জেনারেল হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেনারেল হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নিতে আসা গরীব ও অসহায় রোগীদের চরম ভোগামিত্ম ও হয়রানীর শিকার হতে হয়।

হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে আলাপ করে এবং সরেজমিন হাসপাতালে অবস্থান করে জানা গেছে, প্রশাসনিক দূর্বলতাকে কেন্দ্র করে স্টাফরা যে যার মত করে রোগীদের জিম্মি করে কুকুরের কামড়ের রোগী ও তাদের স্বজনদের নিকট থেকে অর্থ লুটে নিচ্ছে। এখানে কুকুর ও বিড়াল কামড়ের ভ্যাকসিন বরাদ্দ আছে প্রতি মাসে ৪৫-৫০টি। বাকী ভ্যাকসিন বাইরে থেকে কিনে রোগীদের দেওয়া হচ্ছে। হাসপাতাল গেটের সামনে আনোয়ার মেডিকেল স্টোর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ভ্যাকসিনের মূল্য ৬ শ’ টাকা অথচ হাসপাতালে নেওয়া হয় ৬শ’ ৪০ টাকা। একটি ভ্যাকসিন চারজনকে দেওয়া যায়। এই ভ্যাকসিনের ৬শ’৪০ টাকা ভ্যাকসিন দেওয়ার পূর্বেই রোগীর কাছ থেকে নেওয়া হয়। বাইরে থেকে প্রতিদিন ৫০ জন রোগীকে ভ্যাকসিন এনে দেওয়া হয়। এতে প্রতিদিন হাসপাতালের স্টাফদের অঅয় হয় প্রতি ভ্যাকসিনে ৪০ টাকা হিসেবে (৪০х৫০) ২ হাজার টাকা। মাসে হয় (২৬ দিন х ২ হাজার) ৫২ হাজার টাকা। এই টাকার কোন হিসাব নেই। কোন খাতে জমা হয় কিংবা কার পকেটে যায় এর হিসাব কারো জানা নেই।

হাসপাতালে একজন কর্তব্যরত স্টাফকে ৪০ টাকা বেশি নেওয়ার প্রশ্ন করা হলে তিনি জানান, এটা সিরিঞ্জ-এর দাম। সরকারি হাসপাতালে সিরিঞ্জের দাম নেয়া হয়। অথচ হাসপাতালে সিরিঞ্জ রয়েছে।