বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলায় সমাপনী পরীক্ষার্থী ৬৩৯১৬ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ৬৩ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী এবারে অংশগ্রহণ করবে। এর মধ্যে ৫৮ হাজার ৮৭৫ জন পিএসসি এবং ৫ হাজার ৪১ জন এবতেদায়ী মাদ্রাসার পরীক্ষার্থী রয়েছে।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ একরামুল হক জানান, সারা দেশের ন্যায় এই জেলাতে ২৩ নভেম্বর রবিবার থেকে পিএসসি এবং এবতেদায়ী মাদ্রাসার সমাপনী পরীক্ষার শুরু হবে। জেলার ১৩টি উপজেলায় ১৩৫টি পরীক্ষা কেন্দ্রে সমাপনী পরীক্ষা নেয়া হবে। জেলায় ৬৩ হাজার ৯১৬জন ছাত্রছাত্রী পিএসসি এবং এবতেদায়ী সমপনী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৫৮ হাজার ৮৭৫ জন পিএসসি এবং ৫ হাজার ৪১ জন এবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী রয়েছে। পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ১৫২ জন ছাত্র এবং ৩০ হাজার ৭২৩ জন ছাত্রী রয়েছে। গত বছর ৫৯ হাজার ৬৯৮ হন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এবারে ৪ হাজার ২১৮ জন পরীক্ষার্থী বেড়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলার ১৩টি উপজেলায় ১৩৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোঘণা করা হবে।

Spread the love