বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের দাখিলের শেষদিন আজ

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৫ এর কার্যনির্বাহী কমিটির ১২ পদে মনোনয়ন প্রত্যাশী ১৪ জন ফরম ক্রয় করেছেন। আজ বুধবার দাখিলের শেষদিন।

১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতি (রেজি. নং-রাজ-১৬৫২)’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৫ এর মনোনয়নপত্র ফরম ক্রয়ের শেষ দিনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সারওয়ার আহমেদ বাবু’র নিকট হতে কার্যনির্বাহী কমিটির মোট ১২টি পদে ১৪জন প্রার্থী ফরম ক্রয় করেন। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. আব্দুল মতিন ও এ এস এম জুলফিকার রহমান বাবু, সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান নভেল ও মো. সাদেকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে ইসাহাক আলী কালু, মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক পদে মো. আরমান আলী, সড়ক সম্পাদক পদে মো. রেজাউল করিম বাবু, সহ সড়ক সম্পাদক পদে মো. সেলিম ইমন, দপ্তর সম্পাদক পদে মো. সারওয়ার হোসেন, নির্বাহী সদস্য পদে মো. ইনসান আলী ও মো. মিজানুর রহমান।

উলে­খ্য, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সারওয়ার আহমেদ বাবু শহরের ষষ্টিতলাস্থ ডেফোডিল কমিউনিটি সেন্টারে আগামী ২৮/০২/১৫ইং তারিখে উক্ত নির্বাচন তারিখ ধার্য করে নির্বাচনী তফশীল ঘোষনা করেন। তফশীল অনুযায়ী আজ ১৮/০২/১৫ইং তারিখ মনোনয়নপত্র ফরম জমা দেয়ার শেষদিন। এছাড়াও ১৯ ফেব্রুয়ারী প্রার্থীগণের মনোনয়নপত্র যাচাই/বাছাই ও লিখিত আপীলের শুনানী, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন, নির্বাচনী প্রতিক বরাদ্দ, চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে।