বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা অটো রিক্সা-টেম্পু-পাগলু মালিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুর জেলা অটো রিক্সা-টেম্পু-পাগলু মালিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা কমিটির সাবেক নেতৃবৃন্দ।

১২ নভেম্বর বুধবার শহরের ঈদগাঁ আবাসিক এলাকাস্থ অস্থায়ী প্রধান কার্যালয়ে দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু-পাগলু মালিক সমিতির (রেজি. ইং-রাজ/১৬৫২) নব গঠিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা কমিটির সাবেক সভাপতি শামসুল আলম চৌধুরী বাবলু ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান কাজল’র নেতৃত্বে কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বাবু (১), রেজাউল করিম বাবু (২), সাবেক কোষাধ্যক্ষ শীষ নবী মন্ডল শিশির, যুগ্ম সড়ক সম্পাদক ওসমান আলী, সদস্য ইনসান আলী, আব্দুল মালেকসহ অন্যান্য সাবেক সদস্যবৃন্দ। পাশাপাশি আহবায়ক কমিটিও সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে বিদায় সম্ভাষণ জানানো হয়। উল্লেখ্য, গত ১০ নভেম্বর’১৪ইং তারিখে পাচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায়। ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক এস এম খালেদ, সদস্য মোস্তাফিজুর রহমান মহিবুল, এম এ মতিন, মনসুর আলী ও ইসাহাক আলী কালু। উক্ত আহবায়ক কমিটি আগামী ৪৫দিনের মধ্যে নির্বাচিত কার্যকরী জেলা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা যায়।

 

Spread the love