
মোঃ আবেদ আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচনী তফশীল মোতাবেক আগামী ২৩ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৫ মার্চ খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল ও শুনানী, ২৫ মার্চ বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ মার্চ থেকে ৩০ মার্চ সকাল থেকে বিকেল ৩টা পর্যমত্ম মনোনয়নপত্র বিতরণ, ৩০ মার্চ মনোনয়ন দাখিল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত। ১ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়নপত্র বাছাই, ১ এপ্রিল বিকেল ৪টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহার, ২ এপ্রিল বিকেল ৫টায় চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ৫ এপ্রিল প্রার্থীদের পরিচিতি সভা ও ১০ এপ্রিল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ শেষে গননা ও ফলাফল প্রকাশ করা হবে।