
সাহেব, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে আজিজুর-পাপ্পু-ডলার পরিষদের নব-নির্বাচিতদের সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। তিনি বুধবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে নতুন উদ্দীপনায় আলোকিত করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে আমি আশা করি। দিনাজপুরের ক্রীড়াঙ্গনের অতিত ঐতিহ্যকে সমন্বত রেখে ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। দিনাজপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় আমাদের তরুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে তোলার ক্ষেত্রে এবং নতুন স্বপ্নে উজ্জীবিত করার লক্ষে নব-নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী ব্যক্তি। খেলাধুলার উন্নয়নের জন্যে তিনি বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। যার ধারাবাহিকতায় দিনাজপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের সকল ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, ডাঃ ইলিয়াস আলী খান এডিন, মোঃ মতিউর রহমান, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ জায়েদী পারভেজ অপুর্ব, নির্বাহী সদস্য মীর মোস্তাফিজুর রহমান, সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, মোঃ আবু সামাদ মিঠু, প্রসান্ত কুমার সরকার অরুন, রবিউল আউয়াল খোকা, মোঃ আনোয়ারুল ইসলাম (সুমী), মোঃ আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম রমজান, মোঃ নওশাদ ইকবাল কলিন্স, সমীরন ঘোষ, আনিস হোসেন দুলাল, মোঃ জুলফিকার আলী, মোঃ আবু শাহিন ও মোঃ শাহীন পারভেজ। এ ছাড়া নির্বাহী সদস্য (সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থা)র ২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ ইয়াসীন আলী ও মোঃ সাইফুল ইসলাম ।