রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বিরলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৫ উপলক্ষে ৭ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩.৩০মি. এ বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনাজপুর জেলা তথ্য অফিস ও বিরল উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হায়দার স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন বিরল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার বিরল আব্দুল­াহ আল খায়রুম। অনুষ্ঠানে পুষ্টিকর ও নিরপদ খাবার, স্যানিটেশন, বাল্যবিবাহ, জন্মনিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য, যৌতুক, শিশু শিক্ষা, গর্ভবতী মা ও প্রসূতির যত্ন, নবজাতকের যত্ন, মাদকের কূফল ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়। মহিলা সমাবেশে মহিলা ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, এনজিও কর্মীসহ তৃণমূল পর্যায়ের প্রায় তিন শত জন নারী অংশগ্রহণ করেন। মহিলা সমাবেশ শেষে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৫ উপলক্ষে স্বাস্থ্য সেবা ও উন্নয়ন বিষয়ক গণসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।