শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা দেকান মলিক সমিতি’র আয়োজনে ইফতার ও দোয় মাহ্ফিল অনুষ্ঠিত

দিনাজপুর জেলা দেকান মলিক সমিতি’র আয়োজনে ইফতার ও দোয় মাহ্ফিল অনুষ্ঠিত। ইফতার ও দোয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খয়রুল আলম,বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বিজিবি-এর জিটু অতিরিক্ত পরিচালক অপারেশন কে.এ.এস.এম মেজর রবিউল হাসান। আমন্ত্রিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স’র সভাপতি মোসাদ্দেক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, চাউলকল মালিক প্রুপের সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌদুরী (শামীম) প্রমুখ। ইফতার ও দোয় মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা দেকান মলিক সমিতি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জহির শাহ্। সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শ্যামল ঘোষ, জহির খান, ,যুগ্ন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক মম্পাদক শাহ্ আলম শাহী, কোষাধ্যক্ষ জিয়াউল হক টিপু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারি বাবু, সমাজসেবা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য মাহমুদুন নবী পলাশ, মোঃ আনোয়ার হোসেনসহ সকল কার্যনির্বাহী সদস্যগণ। দিনাজপুর জেলা দেকান মলিক সমিতি’র আয়োজনে ইফতার ও দোয় মাহ্ফিলে সমিতির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান-এর সুস্থতার কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।