শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাচন আগামী ২৬শে অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনা এখন তুঙ্গে। তবে নির্বাচন হচ্ছে মাত্র ২টি পদে। একটি সাধারণ সম্পাদক পদে অপরটি কোষাধ্যক্ষ পদে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপির মনোনিত দিনাজপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা স্টায়ারিং কমিটির সদস্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। আপরদিকে একই পদে প্রতিদ্বন্ধিতা করছেন মমতা পল­ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ ও কাম টু সেভ এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুল হক প্রতিদ্বন্ধিতা করছেন। যারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি দিশারী প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম, নির্বাহী সদস্য পদে বহুব্রীহি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজ ও সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মোছাঃ হালিমা খাতুন। প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহদাৎ হোসেন শাহ্, নির্বাচন কমিশনার রোলেন্ড গমেজ ও মোঃ আব্দুল হামিদ জানান আগামী ২৬শে অক্টোবর সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এসইউপিকে)’র কার্যালয়ে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোটারের সংখ্যা ৩৬ জন। ভোটকে কেন্দ্র করে কয়েকজন ভোটার জানান সাধারণ সম্পাদক পদে যাদব চন্দ্র রায় ভালো প্রার্থী। সে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়া প্রতিবন্ধী বিষয়ক তার চলমান প্রকল্প রয়েছে। যা পৌরসভাসহ দিনাজপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে। যাদব চন্দ্র রায় ভোটারদের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেছেন।

Spread the love