
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১১টায় গণভবনে ‘সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প’- এর আওতায় ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একযোগে উদ্বোধন করেন। ১৩ আগস্ট দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রাব্বী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দের মধ্যে মোছাঃ আফসানা ইয়াসমিন, ওয়াহিদা খানম, তপতি বিশ^াস, মোঃ আকতার হোসেন শাহিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সরকারী অফিসের প্রধানগণ। উল্লেখ্য, উক্ত কর্মসূচীর আওতায় শেখ রাসেলের উপর আয়োজিত কবিতা, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের উপস্থিতিতে মোট ৯টি জেলার ৯জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে বক্তৃতা প্রতিযোগিতায় দিনাজপুর খানসামা উপজেলার কাচিনিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মোঃ সাজেদুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করে।