রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ভূমি ব্যবস্থাপনা ট্রাবলসুটিং ট্রেনিং কোর্স অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা ট্রাবলসুটিং ট্রেনিং কোর্স-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি সংস্কার বোড ঢাকা’র সহ যোগিতায় দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা ট্রাবলসুটিং ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-ভূমি সংস্কার কমিশনার (ঢাকা) মোঃ আহসান কবীর, উপ ভূমি সংস্কার কমিশনার (রংপুর) টিআরএম মোস্তাকুল হক, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এনামুল হক। ২য় পর্বে ভূমি ব্যবস্থাপনা ট্রাবলসুটিং ট্রেনিং কোর্সে ‘‘ভূমি ব্যবস্থাপনাঃ তৃণমূল বাস্তবে উদ্ভুত সমস্যাবলী ও তার সম্ভাব্য প্রতিকার বিষয়ে আলোচনা করে টিআরএম মোস্তকুল হক- উপ ভূমি সংস্কার কমিশনার, রংপুর, ভূমি কর আদায়। অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা বিষয়ের উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম, নামজারী-রেজিষ্ট্রার সমূহ বাধাই-পূর্ণ গঠন ও হাল নাগাদ করণ পরিদর্শন কার্যক্রমের উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এনামুল হক। অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন-২০০১ (সংশোধনীসহ) সায়রাত মহাল সমূহ ব্যবস্থাপনা বিষয়ের উপর আলোচনা করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ পরিচালক মোঃ হামিদুল হক, ভূমি জরিপ ব্যবস্থাপনা বিষয়ের উপর আলোচনা করেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা। দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা ট্রাবলসুটিং ট্রেনিং কোর্সে অংশ নেন রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, সহকারী সেটেলমেন্ট অফিসার বৃন্দ, কানুনগো, সার্ভেয়ারগণ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন আরডিসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) তপতী বিশ্বাস।

Spread the love