
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্ত্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে (কাঞ্চন-০১) জেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে প্রস্ত্ততি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ আসাদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার, জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা, সরকারী গণ গ্রন্থাগারের কর্মকর্তা, ইউনিটি ফর এনজিওস দিনাজপুরের সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন শাহ্, জেলা যুব মহিলালীগের সভাপতি ছবি সিনহা, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। এসময় জেলা পর্যায়ের সকল সরকারি অফিসের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।