
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মুকুর চৌধুরীর জানাযার নামাজ শনিবার (৯ জুলাই) বাদ জোহর গোর-এ-শহীদ বড় মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আসর চিরিরবন্দর উপজেলার তার গ্রামের বাড়ী কেরকাটিতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মরহুমের ভগ্নিপতি লে. কর্ণেল মো. জাহিদ, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, খালেক্জ্জুামান বাবু, অধ্যক্ষ খুরশিদ আলম মতি, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চিরিরবন্দর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব আকতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাকে চেয়ারম্যান এ্যাড. মোফজ্জল হোসেন দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, পার্বতীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এজেডএম মিনহাজুল হক, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, প্রভাষক আবুল বাশার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওশাদ আলী, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, দিনাজপুর প্রেসক্লারে সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, জাতীয় পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রবিউল আউয়াল খোকা, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. তৌহিদুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক মো. সেরাজ আলী, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ মো. আব্দুস সামাদ আলী, শ্রমিক নেতা শওকত আলী তোতা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাগপা, ওয়ার্কার্স পার্টি, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল, বাস্তুহারা দলসহ বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে জানাযার নামাজের পর্বে মরহুম মুকুর চৌধুরীর কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী আহমেদ।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মরহুমের ভগ্নিপতি লে. কর্ণেল মো. জাহিদ, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, মরহুমের লে. কর্ণেল মো. জাহিদ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এর আগে মরহুমের লাশ জেল রোডস্থ দলীয় কার্যালয়ে নেয়া হলে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তআর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া তার কফিনে শ্রদ্ধা জানান পার্বতীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এজেডএম মিনহাজুল হক, নীলফামারী জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর হতে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাস্তার তার মৃত্যু হয়। এ আগে ঈদের দিন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। মুত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮) বছর। তিনি স্ত্রী দুই বছরের শিশুপুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেলা বিএনপির ৩ দিনের কর্মসূচী ঘোষণা
এদিকে মুকুর চৌধুরীর মৃত্যুতে জেলা বিএনপি শনিবার সকাল থেকে ৩ দিনের কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কুরআনখানি, কালো ব্যাচ ধারণ, দোয়া ও মুনাজাত।