শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম॥ সোমবার দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর কুলখানি উপলক্ষে তার পরিবারের আয়োজনে নিজ বাসভবনে বাদ আসর মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাত ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যগণসহ এলাকাবাসী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খি ও জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল, কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সভাপতি সোলায়মান মোল্লাহ চ্যাম্পিয়ন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকা, যুব দলের ১নং যুগ্ম আহ্বায়ক মুন্নাফ মুকুল, জেলা ছাত্র দলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মকসেদুল ইসলাম টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি, পৌর মহিলা দলের সভানেত্রী শাহিন সুলতানা বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন।