দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপি’র পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাসহ ৩টি মামলায় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে জেল রোডস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত জরুরী সভা শেষে বাসায় ফেরার পথে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা হতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলতাফ হোসেন বিএনপি নেতা জিয়াউর রহমানকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।