
রবিবার দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এর পরিদশর্ক মোঃ গোলাম রব্বানী’র নেতৃত্বে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনা সুত্রে জানাযায় রবিবার সকাল ১১টায় গোপন সুত্রের ভিত্তিতে দক্ষিণ কোতয়ালির ৯ নং আষ্করপুর ইউপি’র স্বরসতীপুর এলাকার মৃত পিআর মোহাম্মদ-এর পুত্র মোঃ হাসান আলী অরফে হাছেন(৪৮)-এর বাড়ীতে অভিজান চালানো হয়। অভিজানের খবর পেয়ে মোঃ হাসান আলী অরফে হাছেন পালিয়ে যায়। পরে আসামীর নিজ বসত বাড়ী থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিজানকারি দল।