রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সংলগ্ন মসজিদের ইমাম মাওঃ মোঃ সাইফুল ইসলাম।

শপথগ্রহন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ূম-এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শওকত আলী তোতার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাজিত সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শপথগ্রহনকারী নেতৃবৃন্দ হলেন-সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাবিব, সহ-সভাপতি তৈয়ব আলী, মোঃ সাইফুর রাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ সরকার পলু, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মোঃ শামসুল আলম, সহ-সড়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলম, দপ্তর সম্পাদক মোঃ রাহিদুল ইসলাম রেজু, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ৭জন কার্যকরি সদস্য হলেন-মোঃ শাহীনর ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাদশা আলী, ফারম্নক আহম্মেদ, মোঃ মুন্না, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ এমাজ আলী। অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দসহ সর্বসত্মরের শ্রমিক উপস্থিত ছিলেন।

উলেস্নখ্য, গত ২৭ সেপ্টেম্বর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২২টি পদে ৮৬ জন পার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Spread the love