
মোঃ ইউসুফ আলী, দিনাজপুরঃ দিনাজপুর জেলা রেজিষ্ট্রার রণজিৎ কুমার সিংহ’র চাকুরী হতে অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা রেজিষ্ট্রি অফিস সভাকক্ষে রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, নকল নবিস, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর সাব রেজিষ্ট্রার আ ন ম বজলুর রহমান মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা রেজিষ্ট্রার মো. মোস্তাফিজুর রহমান। জেলা নকল নবিস এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মো. মোজাহার হোসেন প্রধান’র উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সুকরিয়া আক্তার হুদা, আমন্ত্রিত অতিথি হিসেবে মিসেস প্রতীমা রাণী সিংহ, বিদায়ী অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলার সাবেক সাব রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান। জেলার সকল উপজেলার সাব রেজিষ্ট্রারদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জের মো. জহুরুল ইসলাম, চিরিরবন্দরের মো. আব্দুল হাফিজ, খানসামার তাপস কুমার রায়, নবাবগঞ্জের তাজিবার রহমান, বিরামপুরের অনিমেশ কুমার পাল, বিরলের মো. রজব আলী, হাকিমপুরের মোছা. শামিমা পারভীন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম, নকল নবিসগণের পক্ষ থেকে এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিজুল হক মোলা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার সকল কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা রেজিষ্ট্রার অফিসের প্রধান সহকারি এম এস কামরুল হোসেন। অনুষ্ঠানে জেলা রেজিষ্ট্রার অফিসের পক্ষে সদর সাব রেজিষ্ট্রার আ ন ম বজলুর রহমান মন্ডল বিদায়ী জেলা রেজিষ্ট্রার রণজিৎ কুমার সিংহকে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিস মেহরাব আলী ও গীতা পাঠ করেন হরেন্দ্র নাথ রায়। বিদায়ী অনুষ্ঠানের মানপত্র পাঠ ও প্রদান করেন হাকিমপুর সাব রেজিষ্ট্রার শামিমা পারভীন। উলেখ্য রণজিৎ কুমার সিংহ ১৯৮৩ সালের ৭ই ফেব্রুয়ারী চাকুরী হতে ২০১৪ সালের ৯ অক্টোবর পর্যন্ত সুনামের সাথে ৩১ বছর ৮ মাস ২ দিন সাব রেজিষ্ট্রার, জেলা রেজিষ্ট্রার পদে দিনাজপুর জেলা সহ বিভিন্ন জেলায় চাকুরী করেন।
প্রেরকঃ
মোঃ ইউসুফ আলী
দিনাজপুর।