বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষনা

সংবাদ বিজ্ঞপ্তি : দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে- মোঃ আব্দুল মান্নান বেপারী, সহ-সভাপতি পদে- মোঃ জিল্লুর রহমান, সাধারন সম্পাদক পদে-মোঃ বেলাল হোসেন (রাজূ), যুগ্ম সাধারন সম্পাদক পদে-মোঃ রুবেল সরকার, কোষাধ্য পদে-ননী গোপাল এবং নির্বাহী সদস্য পদে- ছবিলাল সরকার ও মোঃ আবুল হোসেনকে নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাহী কমিটির ৭টি পদেই একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় সকলেই নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান হিসেবে একরাম হোসেন তালুকদার, সদস্য সচিব হিসেবে আজহারুল আজাদ জুয়েল, সদস্য হিসেবে শামীম রেজা, শাহরিয়ার শহীদ মাহবুব হিরু ও আলতাফউদ্দীন দায়িত্ব পালন করেন।