
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, আজ দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের ফাঁসি দেওয়া হচ্ছে, জামায়াত-শিবির নিষিদ্ধ করার জন্য প্রবল জনমত সৃষ্টি হচ্ছে এবং মাথাপিছু বার্ষিক আয়া বাড়ছে, রপ্তানি আয় বাড়ছে, বৈদেশিক মুদ্রার রিজাভ বাড়ছে, মানুষের গড় আয়ু বাড়ছে তখন স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গী ও সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্ট করার লক্ষে মানুষ হত্যার পথ বেঁছে নিয়েছে। একাত্তরের এই পরাজিত শক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতী আজ ঐক্যবদ্ধ হচ্ছে।
সোমবার দিনাজপুর শহরের গণেশতলাস্থ মর্ডাণ মোড়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাকারিয়া জাকির এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর স্বাধীনতা বিরোধী পাকিস্তারনের দোষররাই আবার বেহেস্তের প্রলভন দেখিয়ে এদেশের তরুন-যুবসমাজের একটি বিপদগামী অংশকে মানুষ হত্যার মত ঘৃণীত কাজে প্রলুব্ধ করেছে। শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে তাদের মগজ ধোলাই করছে। তাদের দিয়ে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রি, বিদেশী অতিথি প্রগতিশীল লেখক, প্রকাশক, বুদ্ধিজীবীসহ মুক্তমনা মানুষদের নির্মমভাবে হত্যা করানো হচ্ছে। ইসলাম কেন ? পৃথিবীর কোন ধর্মই মানুষ হত্যাকে অনুমোদন করেনা। মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য এবং মানুষের ইহকাল ও পরকালের মুক্তির জন্যই পৃথিবীতে ধর্মের উদ্ভব হয়েছে। আমরা লক্ষে করেছি বাংলাদেশে যখনই কোন প্রগতিশীল আন্দোলন দানা বেধে উঠেছে, তখনই ধর্মের ধোঁয়া তুলে সেই আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা করা হয়েছে। এটা এদেশে নতুন কোন ঘটনা নয়। একাত্তরের মুক্তিযুদ্ধে এই স্বাধীনতা বিরোধীরা ইসলামের শে¬াগনা দিয়ে মানুষ হত্যাসহ মা-বোনদের ইজ্জত নিয়েছে। সময় হয়ে এসেছে এ অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি পাড়া মহল¬ায় জঙ্গীবিরোধী কমিটি গঠন করে এদের চিরতরে নির্মুল করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়রুল ইসলাম, সাধারন সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য বরদা ভুষন রায় লিটন, শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুস সালেকিন রানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ দুলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটু, উপ-প্রচার সম্পাদক সজিবর রহমান সজিব, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ্ মোঃ রেজওয়ানুর রহমান পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইষলাম ডলার, রকিবুল ইসলাম সবুজ, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হারুন-উর-রশিদ রায়হান, হাবিপ্রবির ছাত্রলীগ নেতা নাহিদ আহম্মেদ নয়ন, মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা কিলিংট্রন প্রমুখ।