বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ইফতার মাহফিল

মাহবুবল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ইফতার মাহফিল বুধবার (২২ জুন) বালুবাড়ীস্থ গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মো. জাহেদ হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন। ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর চেম্বারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রোজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়রুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদ সরকার। এছাড়া দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, দিনাজপুর ট্রাক মালিক সমিতির সভাপতি মো. তৌহিদুল ইসলাম লাবু, সাধারণ সম্মাপদক মো. সেরাজুল ইসলাম, মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. শাহেদ রিয়াজ পিম, সহ-সভাপতি মো. আব্দুল হামিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ মুন্না, দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক রাজেশ কুমার, সাংগঠনিক সম্পাদক এমএ খালেক, কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুল হক চৌধুরী, সড়ক সম্পাদক পদে শাহ মাসুদ কবীর (বাবু), সহ-সড়ক সম্পাদক এস এম মামুনুর রহমান, অভ্যন্তরীন হিসাব নিরীক্ষক পদে এএফএম আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম অভ্যন্তরীন হিসাব নিরীক্ষক পদে মো. শাহজাহান সিরাজসহ মালিক গ্রুপের অন্যান্য সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন। ইফতারে পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Spread the love