বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০১৪-২০১৬ মেয়াদের নব-নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের শপথগ্রহন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কমিটির নিজস্ব কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচলনা কমিটির প্রধান এ্যাড. আশফাক আহম্মেদ।

নব-নির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সহ-সভাপতি মোঃ জাহেদ হোসেন, মোঃ শামিম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম রববানী, দপ্তর সম্পাদক মোঃ জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক রাজেশ কুমার, সাংগঠনিক সম্পাদক আহম্মদ শাহ, কোষাধ্যক্ষ সুবল ঘোষ, সড়ক সম্পাদক মোঃ সাদেক আলী, সহ-সড়ক সম্পাদক শাহ মাসুদ কবির বাবু, আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক কাজী মামুনুর রশিদ কচি, যুগ্ম আভ্যন্তরীন নিরীক্ষক মোঃ আহসান উল্লাহ মুন্না, সদস্য এমএ খালেক, নুর মোহাম্মদ, মোঃ মাহবুবুল হক চৌধুরী, অভিনয় কুমার দত্ত, এসএম মামুনুর রহমান ও রেজাউল করিম।

এর আগে নব-নির্বাচিত কমিটির সদস্য ও বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত কমিটির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা সমাপণী বক্তব্য রাখেন। এ সময় তিনি মালিক গ্রুপের দায়িত্ব পালনে সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মালিক গ্রম্নপের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. মাহমুদুর রহমান ও এ্যাড. সুভাস চন্দ্র।

Spread the love