
দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন হকার্সদের স্থায়ী পূর্ণবাসনের লক্ষে আরো নতুন দোকান নির্মাণ করা হবে। বিশেষ করে বর্তমান সরকারের বেকার দূরিকরণ প্রদক্ষেপের আওতায় হকারর্সদের পূর্ণবাসন করা প্রয়োজন। এছাড়া দোকানদার ভাইদের যে কোন ব্যবসায়ীক সমস্যা সামাধান সহ নিরাপত্তা বিধান নিশ্চিত আমাদের করতে হবে।
গতকাল সোমবার দিনাজপুর জেলা কারাগার কর্তৃক পরিচালিত নব-নির্মিত রেইন-বো সুপার মার্কেটের উদ্বোধন ও ফলক উন্মোচন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রেইন-বো সুপার মার্কেটের সভাপতি মোঃ পরজান আলী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেল কারাগারের জেল সুপার মোঃ শাহ আলম খান।
এসময় উপস্থিত ছিলেন মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ রণক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও মার্কেট কমিটির উপদেষ্টা রবিউল আউয়াল খোকা, আমিনুল করিম আমু, জেলা পার্টির নেতা শরফুদ্দিন আহমেদ পুটুসহ মার্কেট কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মার্কেট কমিটির সভাপতি মোঃ পরজান আলী স্মারক লিপি প্রদান করেন। তাতে দোকান বরাদ্দের দুই বছর মেয়াদের ক্ষেত্রে স্থায়ীভাবে বরাদ্দ দেয়া এবং দোকান ভাড়া কমানোর দাবী উল্লেখ করা হয়।