শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর রামসাগরে আয়োজিত দিনাজপুর ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সাধারন সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মোজাফফর হোসেন ঝড়ু এবং তিনি বলেন, আগামী ১৫ মার্চ ২০১৪ এর মধ্যে প্রত্যেক নেতা কর্মীর শ্রমিক ইউয়নের কার্ড রেনু করতে হবে ও আগামী ৩০ মার্চ ম্যনেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

দিনাজপুর ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নিয়মানুযায়ী মৃত্যুকালীন ভাতা হিসেবে নিহত বুদু সরেন এর স্ত্রীকে নগদ ১০ হাজার টাকা ও মেয়ের বিয়ে বাবদ দিপু রায় কে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত সাধারন সভায় ইউনিয়নের সহ সাধারন সম্পাদক আলম এর পরিচালনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মজিবুল হক, সাধারন সম্পাদক মামুনউর রশিদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সড়ক সম্পাদক সেলিম ফেলো, সহ সড়ক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সামাজ কল্যান সম্পাদক লালু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক বাবুল মিয়া, নির্বাহি সদস্য হাসান আলী, রশিদুল ইসলাম, আমিনুল ইসলাম, আফজাল হোসেন, শরৎ চন্দ্র রায়।

সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন জিন্নাউর রহমান জান। দ্বি-বার্ষিক সাধারন সভায় বিভিন্ন উপজেলার শ্রমিকরা অংশগ্রহন করেন।