শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ট্রাক ও ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন

ইউসুফ আলী, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন শেরে বাংলা স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন।

গতকাল ঢাকার শাহাবাগ পাবলিক লাইব্রেরী ভিআইপি মিলনায়তনে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও শেরে বাংলা স্বর্ণ পদক-২০১৬ প্রদান অনুষ্ঠানে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনকে শেরে বাংলা স্বর্ণ পদক-২০১৬ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি। শেরে বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা জাতীয় সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যডাঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, প্রধানমন্ত্রীর  কার্যালয়ের প্রাইটোইজেশন কমিশনের সদস্য ভূইয়া শফিকুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।