বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি । অভিযোগ দায়ের

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের নামে পণ্য বোঝাই ট্রাক হতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাংলাদেশ ট্রাক বন্দোবস্তোকারী শ্রমিক ইউনিয়ন দিনাজপুর পুলিশ সুপার, পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে জানান, বাংলাদেশ ট্রাক বন্দোবস্তোকারী শ্রমিক ইউনিয়নের (রেজি নং- বি-১৭৬৮, প্রধান কার্যালয়, পুলহাট, দিনাজপুর), আমরা অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভোগ্য পণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন করে আসছি। কিন্তু গত ২৯ নভেম্বর-২০১৪ তারিখে দিনাজপুর শহরের হাউজিং মোড় ও কাঞ্চন মোড়ে আমাদের ইউনিয়নের মাধ্যমে বোঝাইকৃত ট্রাক হতে ‘‘দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন’’ যার রেজিঃ নং-রাজ-২৪৫ এর নামে ও তাদের ছত্র-ছায়ায় কতিপয় শ্রমিক নামধারী গনহারে জোরপূর্বক ও বেআইনীভাবে ৪শ’ হতে ৫শ’ টাকা হারে বুক সিস্নপের মাধ্যমে চাঁদা আদায় করছে। টাকা না দিলে তারা পন্যবোঝাই ট্রাক রাস্তার মাঝে আটকে রাখছে। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে এবং পণ্য পরিবনে বিঘ্ন ঘটছে।

এ ব্যাপারে বাংলাদেশ ট্রাক বন্দোবস্তোকারী শ্রমিক ইউনিয়নের (রেজি নং-বি-১৭৬৮), হাউজিং মোড় ও কাঞ্চন মোড়সহ অন্যান্য এলাকায় এসব বেআইনী চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ও চাঁদাবাজি বন্ধ করতে দিনাজপুর সুপার, কোতয়ালী থানা, ডিবি পুলিশ, দিনাজপুর র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই দাবীতে বাংলাদেশ টা্রক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৮৬৮) ও বাংলাদেশ আত্মঃজেলা ট্রাক পরিবহন শ্রমকি ইউনিয়ন (রেজি নং-১৬৬৫) এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে উপরোল্লেখিত দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

Spread the love