
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরে তিস্তা ব্যারেজ প্রকল্প এক ইউনিটের আওতায় বগুড়া সেচ খাল নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত কৃষকদের মাঝে জমির ক্ষতিপূরণ বাবদ দ্বিতীয় পর্যায়ে অর্থ প্রদান করা হয়েছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ২৫ জন জমির মালিকের মধ্যে ৩.৪৯ একর জমির মূল্য বাবদ ২ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৫৪৫ টাকার ১১টি চেক প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি হুকুম দখল কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। উল্লেখ্য পার্বতীপুর উপজেলার রামপুর ও খামার জগন্নাথপুর মৌজার জমি।