বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর নবরূপীর নাটক চাপা পড়া মানুষ মঞ্চস্থ

N C Mদিনাজপুর প্রতিনিধি : নাটক- ‘‘চাপা পড়া মানুষ’’লাল ফিতার দৌরাত্ম্য, দীর্ঘসূত্রিতা, ফাইলবন্দি, ফাইল চালাচালি এইসব শব্দগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত, সব শব্দগুলোকে একশব্দে প্রশাসনিক জটিলতা বা আমলাতান্ত্রিক জটিলতা বলে থাকি। আর এই আমলাতান্ত্রিক জটিলতার নিচে চাপা পড়ে সাধারণ মানুষের কী দূরবস্থা হয় তা উদ্ভাসিত হয়েছে কৃষণ চন্দের গল্প অবলম্বনে এস,এস, সোলায়ামনের নাট্যরূপ ‘‘চাপা পড়া মানুষ’’, নাটকের মধ্য দিয়ে-

গত শনিবার রাতে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় নবরূপী প্রযোজিত নাটক ‘‘চাপা পড়া মানুষ’’। নাটকে চরিত্রলিপিতে ছিলেন চরিত্র – সূত্র ধর – আলতাফ আলী চৌধুরী, চাপা পড়া মানুষ- শামীম রাজা , এ্যাসিস্ট্যান্ট – রুবেল আহমেদ, ডেপুটি সেক্রেটারী – ফাইয়াদ বিশাল, ত্রাণ সেক্রেটারী – শামসুল আলম, ফরেস্ট সেক্রেটারী – পারভেস সরকার, মুখ্য সচিব- রেজাউল ইসলাম ঝুনু, ফোরাস-১  – মোশাররফ , ফোরাস-২ – সুমী,ফোরাস – ৩  – সৈকত, ফরাস -৪  – রনি। শিশু শিল্পী – তানভীর, রিংকি, সম্রাট, সুবর্ণ, গ্রামবাসী বুড়ো – আকতারুল, বুড়ী – স্মৃতি, পাগল – শাহিনুর তমাল, প্রতিবন্ধী – শাওন আহমেদ। নেপথ্যে রচনা – এস,এম, সোলায়মান, নির্দেশনা- শামীম রাজা , আবহ সংগীত – নজরুল ইসলাম, তবলা – কামাল শরীফুল বাবু , মঞ্চ সজ্জা – মোশারফ, বিশাল, আকতারুল , রূপ সজ্জা – শামীম রাজা, পোষক ও নাট্য দ্রব্য – রনি, আলো -ম. মিজু ও প্রণব, মঞ্চ পরিকল্পনা – রাজিউদ্দীন চৌধুরী ডাবি­উ, সহযোগিতায় – মোশাররফ, বিশাল, আকতারুল  প্রেক্ষা গৃহ নিয়ন্ত্রণ – শিশির, তাপস, সুমন বাড়ুই, দিলারা, কিবরিয়া বাবু,  তানজিনআরা, নাজমা

টিকিট ব্যবস্থাপনায়- মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান। উপদেষ্টা – আব্দুস সামাদ, নাট্য উপদেষ্টা – শাহ্জাহান শাহ। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন আলতাফ আলী চৌধুরী।