
জিন্নাত হোসেন, স্টাফ রিপোর্টার : আবার শুরু হয়েছে দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠন নবরূপীর সেই ঐতিহ্যবাহী মাসিক শ্রোতার আসর।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠন নবরূপী মিলনায়তনে নবরূপীর সূরবানীর অধ্যক্ষ অস্তাদ সাইমুদ আলী খান ঠুমরি পরিবেশন করে নবরূপীর মাসিক শ্রোতা আসরের উদ্বোধন করেন।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে মাসিক শ্রোতার আসরে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্। আলোচনা সভা শেষে উদ্বোধনী অনুষ্ঠানে সূরবানীর অধ্যক্ষ অস্তাদ সাইমুদ আলী খান ঠুমরি পরিবেশন করে নবরূপীর মাসিক শ্রোতা আসরের উদ্বোধন করেন। এরপর মাসিক শ্রোতার আসরে সংগীত পরিবেশন করেন ফেরদৌসার রহমান, মোঃ আবু সাঈদ, তুষার, তাপস্ এবং শিশির। তবলায় সহযোগিতা করেন কামাল শরীফুল আলম বাবু, রানা, শরীফ। নবরূপীর সভাপতি তার বক্তব্যে বলেন এখন থেকে প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে নবরূপীর মাসিক শ্রোতার আসর অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরকঃ জিন্নাত হোসেন
চ