সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর নবাবগঞ্জে ইউএনও কে মারপিট মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীর ৩দিন রিমান্ড মঞ্জুর

নবাবগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারপিট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাংচুর ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেফতারকৃত ৫ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আদালতের একটি সূত্রে প্রকাশ, আজ রোববার দুপুর ২টায় দিনাজপুরের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসেনের আদালতে এই চাঞ্চল্যকর মামালা গ্রেফতারকৃত ৫ জন আসামীর রিমান্ড শুনানী শেষে বিচারক প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার আদেশ প্রদান করা হয়েছে।

জানাযায় গত ১ অক্টোবর দুপুর ১২টায় নবাবগঞ্জ উপাজেলার ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত নৈশ্যপ্রহরী কাম পিয়ন নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বঞ্চিতদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কলহ সৃষ্টি হয়। এই ঘটনার সূত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনসহ ৫ কর্মচারীকে দূস্কৃতিকারীরা মারপিট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাংচুর করে।

এই ঘটনায় উপজেলা পরিষদের অফিস সুপার আব্দুর রহমান বাদী হয়ে ৫০/৬০ জন দূস্কৃতিকারীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বরিজ উদ্দিনের পুত্র আব্দুল মান্নান (৪২), মাগুরা গ্রামের মশিউর রহমানের পুত্র আলম (৩৮), দাউদপুর গ্রামের আমজাদ আলী পুত্র আশরাফুল (৪০), গোলাপগঞ্জ গ্রামের মজিবুর রহমানের পুত্র রুহুল আমিন (২৫) ও রঘুনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মোয়াজ্জেম হোসেন (৩৫) কে গত ২ অক্টোবর গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করেন। বিচারক গতকাল রোববার রিমান্ড শুনানী শেষে উক্ত আদেশ প্রদান করেন।

Spread the love