বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর নাট্য সমিতিরি শত বর্ষ পূর্তি

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে দিনাজপুর নাট্য সমিতির শত বর্ষ পূর্তি উৎসব উদ্বোধন করেছেন।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় উৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, দিনাজপুর নাট্য সমিতির শত বর্ষ পূর্তি শুধু মাত্র দিনাজপুরের জন্য নয় সারা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবময় ঘটনা। তিনি এই উদ্বোধনীর দিন টিকে গৌরবের, আনন্দের ও ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন। মন্ত্রী উৎসবের সফলতা কামনা করে বলেন, এই উৎসব সফল হোক, নাটকের জয় যাত্রা অব্যাহত থাকুক এবং নাট্য সমিতি দীর্ঘ জীবন লাভ করুক এই কামনা করি।

শত বর্ষ পূর্তি উৎসব উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, দিনাজপুর নাট্য সমিতিরি সভাপতি মির্জা আনোয়ারম্নল ইসলাম তানু, সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক চিত্ত ঘোষ সহ নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী, সাহিত্যিক, সাংবাদিক ও সুধী জন সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া রং বে রং এর বেলুন উড়িয়ে শান্তির দূত পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানে শত কন্ঠে ‘‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, ওরা ঝনজার মত উদ্যাম ওরা ঝর্নার মত চঞ্চল’’ সহ একাধিক দেশাত্ব বোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে এক আনন্দ শোভা যাত্রা শহর প্রদক্ষিণ করে। নবরূপী, বৈকালী নাট্য গোষ্ঠী, উদীচী, গণ শিল্পী সংস্থা, ভৈরবী, নাটুয়া, আমাদের থিয়েটার, মহিলা পরিষদ, সুইহারী সঙ্গীত নিকেতন, মনি মেলা, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, গল্প কথা নাট্য সংগঠনসহ বিভিন্ন সংগঠন নাট্য সমিতিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

 

Spread the love