দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশের প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি শতবর্ষপূর্তি ও নাট্যোৎসব সফল করার লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৩ অক্টোবর সোমবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব কমপেক্স মিলনায়তনে দিনাজপুর নাট্য সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় বাংলাদেশের প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি ‘‘শতবর্ষ পূর্তি’’ উদ্যাপনের মহতী পদক্ষেপ গ্রহণ করেছে। ‘‘ঐতিহ্যের ধারায় মানবতা জাগ্রত হোক নাটকের মঞ্চে’’ মূল প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ১ নভেম্বর থেকে ৩ মাস জুড়ে নেয়া হয়েছে দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষ পূর্তির নানা বর্ণিল ও আকর্ষণীয় কর্মসূচীমালা।
বাঙ্গাঁলীর প্রাণের ঠিকানা দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ১ নভেম্বর ২০১৪ ইং, ১৭ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ শনিবার বিকেল ৩টায় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরেণ্য নাট্যজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করবেন আমাদের সকলের প্রিয় সাংস্কৃতিক কর্মকান্ডের অন্যতম প্রেরণাদানকারী বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি। ওই দিন সন্ধ্যা ৭টায় দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের নাট্য চর্চা ও বিকাশে দিনাজপুর নাট্য সমিতি দেশের প্রথম সারির একটি প্রতিষ্ঠান। ১৯১৩ সালে প্রতিষ্ঠার পর পরই দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শনের ধারার সুচনা করে তৎকালীন সময় নাট্যাঙ্গনে এক শুভ যাত্রার উন্মেষ ঘটায়। যা সে সময় ছিল এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। দর্শনীর বিনিময় নাটক উপভোগের ধারণা তারপর ছড়িয়ে পড়ে অন্যান্য জেলায়। ১৯৬৩ সালে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তিতে যে উৎসবের আয়োজন করা হয় তাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথমবারের মত দিনাজপুর নাট্য সমিতি আন্তঃজেলা নাট্যোৎসব ও অভিনয় প্রতিযোগিতার আসর বসিয়ে সাংস্কৃতিক অঙ্গণে এক নতুন দিগন্তের সূচনা করে। তাই দ্বিধাহীন চিত্তে বলা যায় দিনাজপুর নাট্য সমিতি আমাদের সকলের গৌরবের প্রতিষ্ঠান।
৩ মাস ব্যাপী শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে দু’পর্বের একবিংশতম নাট্যোৎসব। ১২টি স্থানীয় নাট্য দলের সমন্বয়ে প্রথমে নাট্যোৎসবের আসর বসবে এবং ১৭টি নাট্য দলকে নিয়ে দ্বিতীয় পর্যায়ে আন্তঃজেলা নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, ময়মনসিংহ, ঝিনাইদহ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার স্বনামধন্য নাট্য দলগুলো আন্তঃ জেলা নাট্যোৎসবে অংশ নেবে।
প্রতিবেশী ভারতের ৪টি সুপ্রতিষ্ঠিত নাট্য সংগঠন মঞ্চস্থ করবেন তাদের নাটক। কোলকাতার ২টি এবং বালুরঘাট ও কালিয়াগঞ্জের ১টি করে দল শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্ত করবে নতুন মাত্রা।
|
নানা ঐতিহ্য ও গৌরবের সুমহান ধারায় সিক্ত দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষ পূর্তিকে মনগ্রাহী ও প্রাণবন্তু করার লক্ষ্যে নাট্যোৎসবের পাশাপাশি নেয়া হয়েছে পুর্নমিলনী, গুনীজন সংবর্ধনা, সুখময় স্মৃতি তর্পন, গান- একক অভিনয়, আবৃত্তি ও ছবি আঁকার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী।
শতবর্ষ পূর্তিতে প্রকাশিত হবে তথ্য সমৃদ্ধ ও দুলর্ভ ছবি নিয়ে এক স্মরণিকা। যা দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গন ও কর্মকান্ডের প্রামান্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস। শতবর্ষ পূর্তিকে সফল করার জন্য ৫১ সদস্যের শতবর্ষ উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে।
সাংস্কৃতিক কর্মকান্ডের সহায়ক শক্তি হিসেবে সাংবাদিক বন্ধুদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষপূর্তি ও নাট্যোৎসবকে সফলতার ধারায় যুক্ত করবে তাই আমরা আপনাদের সকলের ঐকান্তিক সহায়তা প্রত্যাশী। আপনাদের লেখনির মাধ্যমে দিনাজপুর নাট্য সমিতি দেশ ও বিদেশে আবারো ঐতিহ্য ও গৌরবের মহিমায় আলোকিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু, শতবর্ষপূর্তি উৎসবের আহবায়ক চিত্ত ঘোষ, যুগ্ম আহবায়ক আসাদুলাহ সরকার আসাদ, সদস্য সচিব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, অভ্যর্থনা উপ পরিষদের আহবায়ক মহন কুমার দাস, প্রচার উপ পরিষদের আহবায়ক কামরুল হুদা হেলাল, আবাসন উপ পরিষদের আহবায়ক রবিউল আউয়াল খোকা, ব্যবস্থাপনা উপ পরিষদের আহবায়ক বাবলু দাস, তথ্য ও প্রকাশনা উপ পরিষদের আহাবায়ক নুরল মতিন সৈকত, প্রেক্ষাগৃহ ব্যবস্থাপনা উপ পরিষদের আহবায়ক শহিদুল ইসলাম, নাট্যদল সমন্বয় উপ পরিষদের আহবায়ক তারিকুজ্জামান তারেক নাট্য পরিচালক উপ পরিষদের আহবায়ক তরিকুল আলম, সাজ স্বজ্জা উপ পরিষদের আহাবয়ক সফি মাগসুদ নুরু, সাস্কৃতিক অনুষ্ঠান উপ-পরিষদের আহাবয়ক নজরুল ইসলাম প্রমুখ।