
জিন্নাত হোসেনঃ সখী ভাবনা কাহারে বলে-সখী যাতনা কাহারে বলে-তোমরা যে বল দিবস-রজনী ভালোবাসা ভালোবাসা- সখী, ভালোবাসা কারে কয়….। এভাবেই সুরের আশ্রয়ে ভালোবাসার স্বরুপ সন্ধান করেছিলেন কবি। মনের গহীনে আলোড়ন তোলা বিচিত্র এ অনুভবকে উপলব্ধির চেষ্টা করেছেন অনেকেই।
ঋতুরাজ বসন্তের তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারী রোববার দিনাজপুর মহিলা আওয়ামীলীগের নেত্রীরা শহরের সরকারি কলেজ মোড়স্থ কফি হাউজে একে অপরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে মনের গহীনে আলোড়ন তোলা বিচিত্র ভালোবাসার অনুভোবকে উপলব্ধির চেষ্টা করেছেন। মহিলা আওয়ামীলীগ নেত্রীরা বসন্তের বর্ণিল আবহে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উদ্যাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগ নেত্রী সোহেলি শাহরিয়ার ছবি, আইরিন লতিফ, আরিফাত জাহান মৌসুমী, ইলোরা আহম্মেদ ইতি, আনসারা বেগম বিউটি, আসমা খাতুন বেবী, রাশিদা বেগম, আনোয়ারা পারভীন আলো, মর্জিনা খাতুন তনু, রুনা লায়লা, কাওসারী সোনীয়া, নদী, ঐশ্বরিয়া সজিব প্রমুখ।