সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউট’র শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী হুইপকে স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউট’র প্রায় শতাধিক শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী গত দুই মাস ধরে বেতন-ভাতা এমনকি ঈদ ও দুর্গা পুজার উৎসব বোনাস পায়নি। কেবল অধ্যক্ষের দায়িত্বহীনতার কারনে তারা মানবেতর জীবন-যাপন করছে। এই অবস্থা থেকে পরিত্রান পেতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের হসত্মক্ষেপ চেয়ে মঙ্গলবার স্মারকলিপি প্রদান করেছে।

বাংলাদেশ কারিগরী শিক্ষা অধিদপ্তর কর্মচারী সমিতির (বাকাশিঅকস) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জানান, শিক্ষক-কর্মকর্তাদের অভিযোগ শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন নং-৪১১-এর আদেশে এ,কে,এম, মঞ্জুরুল আহসান ১১ সেপ্টেম্বর তিনি দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটে অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ নং-৪১২ অনুযায়ী মঞ্জুরুল আহসানকে ১২/০৯/২০১৪ হতে ১৩/০৯/২০১৫ পর্যন্ত পি,আর,এল ছুটি মঞ্জুর করায় তিনি উপাধ্যক্ষ মোঃ মোসলিমকে দায়িত্ব অর্পন করে ইনষ্টিটিউট ত্যাগ করেন। কিন্তু মোসলেমকে দায়িত্ব হস্তান্তরের কোন আদেশ মন্ত্রনালয় হতে জারী না করায় ইনষ্টিটিউটের শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী সেপ্টেম্বর ও অক্টোবর’২০১৪ মাসের বেতন-ভাতা তুলতে পারেনি। এমনকি ঈদ-উল-আযহা ও দূর্গা পুজার উৎসব বোনাস থেকেও বঞ্চিত হয়ে এখন মানবেতর জীবন-যাপন করছে।

প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ছাড়াও প্রায় ৮’শ শিক্ষার্থীর শিক্ষা সংকটের কথা বিবেচনা করে জরুরী ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের দাবী জানিয়েছে প্রতিষ্টানের সংশ্লিষ্টরা। ###

Spread the love