
জিন্নাত হোসেন : দিনাজপুর পল্লীশ্রীর উগ্যোগে দাতা সংস্থা পিকেএসএফ এর সহযোগিতায় বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নে ফ্রি মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের সেতারা বাজার নিউ জেনারেশন মডেল স্কুলে ফ্রি মেডিসিন স্বাস্থ্য ক্যাম্পে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সুবীর কুমার সরকার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ আহাম্মেদ রোগীদের চিকিৎসা পত্র প্রদান করেন। স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে অতি দরিদ্র মানুষদের মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কাউন্সিলিং প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে ফরাক্কাবাদ ইউনিয়নের ২ শতাধীক নারী-পুরুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।