
জিন্নাত হোসেন॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে ইইপি/সিঁড়ির অর্থানে নেটজ বাংলাদেশের সহযোগিতায় পল্লীশ্রীর বাস্তবায়নে অর্থনৈতিক সম্পদ বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়ন (আমাদের) প্রকল্প দিনাজপুর জেলার বিরামপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার অতি দরিদ্র মানুষদের সম্পদ বিতরনের মাধ্যমে উপকারভোগীদের অর্থনীতিক উন্নয়ন ঘটনোর লক্ষ্যে ২০১০ সাল থেকে কাজ করে চলছে। প্রকল্পটি ২০১৬ সালের ৩১ আগষ্ট শেষ হবে। প্রকল্পের কার্যক্রমের উপর অভিজ্ঞতা বিনিময় করার লক্ষে গতকাল জেলা প্রশাসকের কার্যারয়ের সম্মেলন কক্ষে সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম। পল্লীশ্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা ও সুরাইয়া আখতার। প্রকল্প উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ তহিদুল হক।
এই প্রকল্পের অধিনে দিনাজপুর জেলার ৫টি উপজেলায় ৫৯৯৪ জন প্রতিটি পরিবারকে পরিবারকে অর্থনীতিকভাবে উন্নয়নের লক্ষে প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা, সম্পদ গরু, ছাগল, হাস-মুরগী, ভ্যান, জমি বন্দক পরিবারদের চাহিদা মোতাবেক প্রদান করা হয়েছে।