
দিনাজপুর প্রতিনিধি ॥ বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর, ৯নং ভিয়াইল এবং ১০ নং পুনট্টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৪ শত টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা ও হাইজিন কিট বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধী সদস্য আছে এমন ২০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। চিরিরবন্দর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু অডিটোরিয়ামে পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা সাদেক, অক্সফ্যাম-কনর্সান রিহেবিলেটেশন কো-অর্ডিনেটর।