
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পবিত্র রমজান মাস সংযমের মাস। সংযমের এই মাসে বিদ্যুৎ ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে। তিনি আরও বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড ছুয়েছে। যা স্বাধীনতার পর দেশের কোন সরকারই করতে পারেনি। আগামী ২০১৮ সালের মধ্যে বর্তমান সরকার দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবে বলে তিনি জানান।
১৯ জুলাই শনিবার দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত উত্তর গোবিন্দপুর সদর দপ্তরে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে সমিতির জিএম কাজী মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মো. রম্নহুল আমিন। ইফতার ও দোয়া মাহফিলে হাবিপ্রবি’র বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট’র ডিন, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ, সমিতির এজিএম (এমএস) মো. আব্দুল মতিন, বিরল জোনাল অফিসের ডিজিএম শাহ মো.রাজ্জাকুর রহমান, রাণীরবন্দর জোনাল অফিসের ডিজিএম আবু উমাম মো. মাহবুবুল হক, বীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. শাহিন চৌধুরীসহ সকল শ্রেণীর পেশাজীবীগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে উপস্থিত সকলেই দেশের কল্যান, সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।