দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই জন লাইনম্যানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সকল লাইনম্যান বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছে। শতাধিক লাইনম্যান কাজে যোগ না দিয়ে সমিতির প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ প্রদর্শন করছে।
লাইনম্যানদের অভিযোগ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিন বিরল উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান জহুরুল ইসলাম ও সঞ্চয় কুমার ওই এলাকার প্রভাবশালী মফিজ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগে অফিসে রিপোর্ট প্রদান করে। কিন্তু বিরল অফিসের ডেপুটি ম্যানেজার রাজ্জাকুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার হারুন ও আবুল কালাম অবৈধ বিদ্যুৎ সংযোগকারী মফিজ উদ্দিনের পক্ষ অবলম্বন করে মফিজ উদ্দিনের দ্বারা ওই দুই লাইনম্যানের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করায়।
ওই মামলায় মঙ্গলবার লাইনম্যান জহুরুল ও সঞ্চয় আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
লাইনম্যানরা জানান, তাদের দাবী মিথ্যা মামলায় আটক দুই লাইনম্যানের জামিন দিতে হবে এবং বিরল অফিসের ডেপুটি ম্যানেজার রাজ্জাকুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার হারুন ও আবুল কাসেমের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কর্মবিরতি অব্যাহত থাকবে।