শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নবাবগঞ্জ, (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ

জঙ্গিবাদ সন্ত্রাস, গুপ্তহত্যা, নাশকতা ও নৈরাজ্যের  বিরুদ্ধে সোচ্চার হয়ে এবার মাঠে নেমেছে বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন। ভিলেজ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের ৭৮ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি পালিত হয়েছে। যার অংশ হিসাবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান ফটকের সামনে শনিবার সকাল ১১টায় ভিলেজ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচির বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। উক্ত মানববন্ধনে বক্তব্য দেন,  বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মোঃ ছামছুল হক, বিভাগীয় ও সাধারন সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমুখ। বক্তারা বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান ইসলামে নেই। কোন ধর্মেই মানুষ হত্যার কথা বলে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পারবে না । সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ড প্রতিহিত করবেই।। যারা রাষ্ট্রদ্রোহী জঘন্য তম এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া জরুরী ।