
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের ব্যস্ততম ব্যবসায়িক বাণ্যিজিক পুলহাট এলাকায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা নিয়ে NRBC Bank (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর নতুন ৪১তম পুলহাট শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় ফিতা কেটে পুলহাট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাহাক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মোসাদ্দেক হুসেন, দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ব্যাংকের শাখা প্রধান মোঃ মনিবর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার মোঃ হারুন উর রশিদ রাজা, পুলহাট জামে মসজিদের সেক্রেটারী মোঃ আইনুদ্দিন সরকার, বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২০১৩ সালে ব্যাংকের যাত্রা শুরু করেছে। উক্ত ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা, এসএমএস’র মাধ্যমে ব্যবসায়ীক সুবিধা, কর্পোরেট ব্যাংকিং, এটিএম ব্যাংকি, এসএমই ব্যাংকিং, ডেভিট ও ক্রেডিট কার্ড বিজনেস ইত্যাদি। উদ্বোধন শেষে বিশেষ মুনাজাত করা হয়।