বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পুলিশ লাইনের ক্যাফোটেরিয়ার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : গতকাল মঙ্গলবার বেলা ২টায় মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কাজে চুক্তিবদ্ধ জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) উদ্যোগে দিনাজপুর জেলা পুলিশ লাইনের ক্যাফোটেরিয়ার  সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হওয়ার পর  আনুষ্ঠাানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এই ক্যাফোটেরিয়ার উন্নয়ন কাজের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন। ডিআইও-১ নুরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সঞ্জয় সরকার ও জার্মানিয়া কর্পোরেশনের মহা-ব্যবস্থাপক জনাব জাবেদ সিদ্দিকি। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যগণ, জার্মানিয়া কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জিটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যপাড়া পাথর খনিতে কাজ শুরুর পর সামাজিক দায়ব্ধতা থেকে তারা সরকারি-বেসরকারি কাজে অংশগ্রহণের ইচ্ছে পোষণ করেন। এরই আলোকে দিনাজপুর পুলিশ লাইনের ক্যাফোটেরিয়ার সংস্কারের মাধ্যমে এর আধুনিকায়নে  জিটিসি সহযোগিতার হাত বাড়িয়েছে।

Spread the love