বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পুলিশ সুপারের সাথে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

জিন্নাত হোসেন : দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এর সাথে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

১২ নভেম্বর বুধবার বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এর সাথে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল, সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুনসহ শিক্ষকনেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময় কালে শিক্ষক নেতৃবৃন্দ পুলিশ সুপার মোঃ রুহুল আমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ মাসউদ আলম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ যথাক্রমে বুনুবিশ্বাস, মোঃ ফজলুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মনি শংকর রায়, মোঃ জাকির হোসেন, মোঃ লোকমান হাকিম, মোঃ এনামুল হক, মোঃ আকরাম হোসেন, বিরন্ময় দত্ত, মোঃ আজহারুল আলম প্রমুখ।

Spread the love