
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের নিমতলা মোড়ে ও শের শাহ মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে ৭ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর শহরের বিভিন্ন সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর পৌরসভার বাস্তবায়নে ও জেল রোডস্থ মেসার্স এম এহতেশামুল হক ঠিকাদারের তত্ত্বাবধানে ১৯ অক্টোবর সোমবার বিকেলে নিমতলা মোড়ে ও শের শাহ মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে ৭ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর শহরের বিভিন্ন সড়কের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সংগনিক সম্পাক এলামুল্লা জেমি, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, ঠিকাদার এহতেশামুল হক প্রমুখ।