সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পৌরসভায় ঈদ উপলক্ষে ৯২.৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দিনাজপুর পৌর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ হাজার ৬২১টি পরিবারের মধ্যে এ সব চাল বিতরণ করা হবে। প্রতিটি পরিবার ২০ কেজি করে চাল পাবে।

দিনাজপুর পৌরসভার সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, দিনাজপুর পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর লোকদের পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপনে খাদ্য সহায়তা দিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন চাল ৪ হাজার ৬২১টি পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলদের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। ২ জুলাই শনিবার থেকে ৪ জুলাই পর্যন্ত কার্ড প্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।