সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পৌরসভায় একই নামে অধিক জন্ম নিবন্ধন প্রদানের অভিযোগ মেয়র’র নিকট

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুর পৌরসভায় একই নামে একের অধিক জন্ম নিবন্ধন প্রদানে কাউন্সিলর অভিযোগ করেছে মেয়র’র নিকট।

২ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু উক্ত বিষয়ে লিখিত অভিযোগ করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র নিকট। লিখিত অভিযোগে কাউন্সিলর মুক্তিবাবু উলে­খ করেছেন যে, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলামসহ তাঁর অধিনস্থ সহকারী কর্মচারীগণ যোগসাজসে একই নামে বিভিন্ন জন্ম তারিখ উলে­খে একের অধিক জন্ম নিবন্ধন করছেন। যা যাচাই বাছাই না করেই উক্ত জন্ম নিবন্ধন প্রদান করা হচ্ছে বলে তিনি অভিযোগে উলে­খ করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে, অভিভাবকগণ যে স্কুলের সুপারিশপত্র বা টিকা কার্ড নিয়ে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ উলে­খ করছেন, তা অবশ্যই যাচাই করা প্রয়োজন। ইতিপূর্বে কিছু জন্ম নিবন্ধন প্রদান করা হয়েছে উক্ত জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য, যা স্কুলের সুপারিশ ও টিকা কার্ড নিয়ে সংশোধন করেছেন উপরোক্ত স্বাস্থ্য পরিদর্শকসহ সহকারীরা বলে কাউন্সিলর মুক্তিবাবু অভিযোগে উলে­খ করেছেন। কাউন্সিলর মুক্তিবাবু ভূয়া, ভিত্তিহীন স্কুলের সুপারিশ ও টিকা কার্ড দ্বারা জন্ম নিবন্ধন প্রদান না করার জন্য মেয়র’র নিকট অনুরোধ জানিয়ে অবস্থা এবং কারণ দৃষ্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য দাবী জানিয়েছেন।

Spread the love