জিন্নাত হোসেন : সারা বিশ্ব যখন পরিবেশ দুষন প্রতিরোধে সোচ্চার তখন দিনাজপুর পৌর কর্তৃপক্ষ প্রকাশ্যে পরিবেশ দুষনে নেমেছে। শহরের রাসত্মা সংস্কারের কাজে বিটুমিন গরম করতে চুলায় ধানের তুষের পরিবর্তে জ্বালানী হিসাবে ব্যবহার করছে পস্নাষ্টিক ও পুরাতন স্পঞ্জ স্যান্ডেল।
দিনাজপুর শহরের কয়েকজন পৌর নাগরিক বিষয়টি জেলা প্রশাসকের কাছে মুঠোফোনে জানিয়ে প্রশাসনের হসক্ষেপ চেয়েও প্রশাসনের কোন সহযোগিতা পায়নি বলে তারা সংবাদকর্মীদের অভিযোগ করেছেন।
দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের বেহাল রাসত্মার খাল-খন্দক বন্ধে কাজে নেমেছে। একাজে বিটুমিন গরম করতে চুলায় আগুন দিতে সাধারনতঃ ধানের তুষ ব্যবহার করা হয়। কিন্তু দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ তুষের পরিবর্তে ব্যবহার করছে পস্নাষ্টিক ও পুরাতন স্পঞ্জ স্যান্ডেল। ২৯ সেপ্টেম্বর পাহাড়পুর সড়কে কাজ করার সময় প্রকাশ্যে হাজার হাজার পুরাতন স্পঞ্জ স্যান্ডেল পুড়ানো হয়। এসময় কালো ধোঁয়া ও দুর্গন্ধের স্বীকার হয় স্কুল কলেজের শিক্ষার্থী, এলাকাবাসীসহ পথচারীরা।
সেখানে কর্মরত পৌরকর্মচারীরা মিডিয়াকর্মীদের জানান, কাজটি সরাসরি মেয়র নিজ তত্ত্বাবধানে করছেন এবং তার পরামর্শে জ্বালানী হিসাবে তুষের পরিবর্তে পুরাতন স্পঞ্জ স্যান্ডেল ব্যবহার করা হচ্ছে এবং এসব পুরাতন স্পঞ্জ স্যান্ডেল এর বস্তা দিনাজপুর পৌরসভার প্রধান ফটকের সামনে স্ত্তপ করে রাখা হয়েছে যা সকলেরই জানা রয়েছে।
কয়েকজন এলাকাবাসী বিষয়টি জেলা প্রশাসককে মুঠোফোনে জানিয়ে প্রশাসনের হসক্ষেপ চেয়ে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন। কিন্তু জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রশাসন এগিয়ে আসেননি বলে এলাকাবাসী জানিয়েছেন।
বার্তা প্রেরক
জিন্নাত হোসেন
দিনাজপুর।