বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর পৌর কাউন্সিলর সুমন ‘‘নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক-২০১৪’’ মনোনীত

দিনাজপুর প্রতিনিধি : জেলার সফল কাউন্সিলর ও সমাজসেবক হিসেবে দিনাজপুর পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন ‘‘নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক-২০১৪’’ এর জন্য মনোনীত হয়েছেন।

গত ২০ মে’ মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’র সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন স্বাক্ষরিত একটি বার্তায় কাউন্সিলর সুমনকে উক্ত সম্মানে মনোনীত করা হয়েছে। বার্তায় তিনি জানিয়েছেন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক-২০১৪ প্রদান করা হবে। এতে সংগঠনের ৩ সদস্যের জুড়িবোর্ড দিনাজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফয়সাল হাবিবকে বিশেষ অবদান রাখার জন্য উক্ত জেলার সফল কাউন্সিলর ও সমাজসেবক হিসেবে চূড়ান্তভাবে অনুমোদন করেছেন। যা আগামী ৩১ মে’ ঢাকাস্থ একটি মিলনায়তনে ‘‘মুক্তিকামী মানুষের পথের দিশারী নেলসন ম্যান্ডেলা’’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে পদক প্রদান করা হবে।