দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আবুল কাসেম’র জানাজার নামাজ রোববার রাত সাড়ে ৮টায় লালবাগ গোরস্থান দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের দিনাজপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, তাঁতী বিষয়ক সম্পাদক আলম শাহ, পৌর বিএনপি বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, নুর মোহাম্মদ বাশার, নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, মুখলেসুর রহমান শৈবাল, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহমেদ, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, কোতয়ালী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, ফয়সাল হাবিব সুমন, মোস্তফা কামাল মুক্তি বাবু, রবিউল ইসলাম রবিসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসত্মরের মুসল্লি অংশগ্রহন করেন।
সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেযারম্যানের শোকঃ তার মৃত্যুতে দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন শোক প্রখাম করেছেন। এছাড়া পৌর বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, মুখলেসুর রহমান শৈবাল, দপ্তর সম্পাদক মোলস্না মোঃ শাফায়েত হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবেদ আলী, সাধারণ মোঃ নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম দুলু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বুলুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত রোবার সকাল ৯টায় আবুল কাসেম বার্ধক্যজনিত কারনে শহরের রামনগরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী (টিকাদার) ছিলেন।